Logo

আন্তর্জাতিক    >>   সিরিয়া নিয়ে আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র-জাতিসংঘের বৈঠক

সিরিয়া নিয়ে আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র-জাতিসংঘের বৈঠক

সিরিয়া নিয়ে আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র-জাতিসংঘের বৈঠক

সিরিয়ার চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক গোলটেবিল বৈঠক করেছেন। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর একটি নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিমা প্রভাব বিস্তার করা। খবর রয়টার্সের।

বৈঠকের আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে অন্যতম হায়াত তাহরির আল-শাম (এইচটিএস), যারা দীর্ঘদিন ধরে আসাদ বিরোধী সংগ্রাম চালিয়ে আসছে। এ পরিস্থিতিতে বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে আকাবার বৈঠকে পাঠিয়েছেন, যাতে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনে নেওয়া মার্কিন নীতির জন্য সমর্থন আদায় করা যায়।

ওয়াশিংটন মনে করছে, সিরিয়ার এই সংকটময় সময়ে তাদের নীতি সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে। সিরিয়ার উত্তরের প্রতিবেশী তুরস্ক দীর্ঘদিন ধরে আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন জানিয়ে আসছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, দামেস্কে তাদের দূতাবাস আবার চালু হবে।

আলোচনায় সিরিয়ার দুই প্রধান মিত্র রাশিয়া ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ব্লিঙ্কেন ছাড়াও জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসন, ইউরোপীয় ইউনিয়নের কাজা ক্যালাস এবং জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তবে সিরিয়ার কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি।

আরব কূটনীতিকরা বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসনে একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাধানের আহ্বান জানান। তারা সেখানে নতুন সংবিধান প্রণয়ন এবং নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এছাড়াও সন্ত্রাসবাদ মোকাবিলার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আরব দেশগুলো মনে করে, সিরিয়ার সন্ত্রাসবাদের হুমকি শুধু দেশটির নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এই বৈঠকের মাধ্যমে সিরিয়ার সংকট নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। তবে রাশিয়া ও ইরানের অনুপস্থিতি এবং আসাদ সরকারের কোনো প্রতিনিধিত্ব না থাকা বিষয়টিকে আরও জটিল করে তুলতে পারে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert